English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

বুধবার সিলেটের দুই ল্যাবে বিভাগের ১৪৪ জনের করোনা পজেটিভ,আক্রান্ত ছাড়ালো ৯ হাজার

- Advertisements -

বুধবার (১২) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পযর্ন্ত আক্রান্ত ছাড়ালো ৯ হাজার। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরিক্ষায় ৭০ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে সিলেটে জেলার ৮ জন, মৌলভীবাজার জেলার ৬২ জন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১২৪ টি নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ২৩ জন, সিলেট জেলার ২১ জন ও হবিগঞ্জ জেলার ৩০ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১ জন। সিলেট জেলায় ৪৫৩৬ জন,সুনামগঞ্জ জেলার ১৬৯৬ জন,মৌলভীবাজার জেলায় ১২১৭ জন,হবিগঞ্জ জেলায় ১৩২৬ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১৫, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৪ হাজার ২৭৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৪৭, সুনামগঞ্জে ১২৭১, হবিগঞ্জে ৮৬৬, মৌলভীবাজারে ৬৯৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wj7e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন