English

31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

নতুন সরকার শপথ গ্রহণের দুই দিনের মাথায় তিউনিসিয়ায় ‘সন্ত্রাসী হামলা’, পুলিশসহ নিহত ৪

- Advertisements -
Advertisements
Advertisements

তিউনিসিয়ার উপকূলীয় শহর সৌসিতে ছুরি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছে। এছাড়া ওই ঘটনার পর পুলিশের গুলিতে তিন আক্রমণকারী নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানান। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন সরকার শপথ গ্রহণের দুই দিনের মাথায় এই হামলা হলো।
খবরে বলা হয়, সন্দেহভাজন জঙ্গিরা ন্যাশনাল গার্ডের চেক পয়েন্টে হামলা চালায়। ন্যাশনাল গার্ডের মুখপাত্র হৌসেম ইডিন বলেন, সৌসির কেন্দ্রে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা ছুরি হামলার শিকার হন।
 
তিনি আরো বলেন, এতে একজন শহীদ হয়েছেন এবং অপরজন আহত হয়ে এখন হাসপাতালে। এটি একটি সন্ত্রাসী হামলা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন