English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় নিহত ১

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাহী খান (২১) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট এমসি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহীর সাথে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরও এক আরোহী আহত হয়।
নিহত মাহীর সাথে থাকা রাইডার গ্রুপের সদস্যরা জানায়, মাহীসহ রাইডার গ্রুপের ৮জন সদস্য মোটরসাইকেল যোগে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মাহীর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান আহত হয়। হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়ে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/71l7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন