জাপানি টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সেই আশিনা মারা গেছেন। সোমবার তাকে নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩৬ বছর।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে অ্যাপার্টমেন্ট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
এক দিন আগে থেকে সেই আশিনাকে ফোন করে এবং মেসেজ দিয়ে পাচ্ছিলেন না তার ভাই। খোঁজ নিতে অ্যাপার্টমেন্টে এসে অভিনেত্রীকে মৃত অবস্থায় পান এবং এরপর পুলিশে খবর দেন তিনি।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই আশিনা। সেখান থেকেই টেলিভিশন এবং সিনেমায় নিজের অবস্থান করে নিয়েছেন।
ফ্র্যাঙ্কইস জিরার্ডের ২০০৭ সালের ছবি ‘সিল্ক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এছাড়াও টিভি শো ‘নানাসে: দ্য সাইকিক ওয়ান্ডেরারস’ এবং ‘আইবো: টোকিও ডিটেকটিভ ডুয়ো’তে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7zhq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন