English

33 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

করোনায় আক্রান্ত বেড়ে যাওয়ায় চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেকের পদত্যাগ

- Advertisements -
Advertisements
Advertisements

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেক।
সোমবার পদত্যাগ করে অ্যাডাম বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় তার পদত্যাগ নতুন পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরি করবে।
বিরোধীদের প্রচণ্ড সমালোচনা ও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মধ্য-ইউরোপের এই দেশটি এর আগে করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছিল। কিন্তু গত সপ্তাহ থেকে দেশটিতে আবারও সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। এক সপ্তাহের প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হন। এই সংখ্যা আরও বাড়ছে।
দেশটির নতুন কাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে তা এখনও পরিষ্কার নয়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত ৪৯ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ৫০৩ জন। আর সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৫৫ জন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন