English

39 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

চলে গেলেন ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং

- Advertisements -

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। আজ রোববার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমে আক্রান্ত ছিলেন যশবন্ত সিং। গত ২৫ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় লিখেছেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। তার মৃত্যুতে আমি শোকাহত।’
রাজস্থানের বাড়মের জেলার জসোল গ্রামে যশবন্তের জন্ম ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। মেয়ো কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি উত্তীর্ণ যশবন্ত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন পঞ্চাশের দশকে। পরে রাজনীতিতে যোগদান করতে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান। বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। তিনি রাজ্যসভায় প্রথম পা রাখেন আশির দশকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন