English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

বৃহস্পতিবার সিলেট বিভাগে ৩৮ জনের করোনা পজেটিভ

- Advertisements -
Advertisements
Advertisements

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, মৌলভীবাজার জেলার ৪ জন, সুনামগঞ্জ জেলার ২ জন ও হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৬৩ টি নমুনা পরীক্ষায় ২৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন, মৌলভীবাজার জেলার ২ জন ও হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ১৬৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩৮৬ জন, হবিগঞ্জ জেলায় ১হাজার ৭৮২ জন, মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৬৪ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩৬ জন করোনা মুক্ত হয়েছেন।
এই নিয়ে সিলেট বিভাগের ১১ হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৬০৭৬, সুনামগঞ্জে ২২৭০, হবিগঞ্জে ১৫০১, মৌলভীবাজারে ১৬০৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন