English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

খোলামেলা পোশাক পরে বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন

- Advertisements -

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের একটি ফটোশুট ঘিরে তর্ক বিতর্ক চলছে। গত বছর বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সানা। ওই সময় তার বয়স ছিল ৩৪ বছর।
সম্প্রতি একটি ব্লেজার পরে ট্রেন্ডি নামের একটি সাময়িকীতে পোজ দিয়েছেন সানা। তবে তার পরা সেই ব্লেজারের নিচে শার্ট ছিল  না। সাময়িকীটির প্রকাশনার সঙ্গে জড়িত মারি পালুসালো জুসিনমাকি জানান, সানার ফটোশুট এবং তাকে নিয়ে করা প্রচ্ছদ গল্প নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এমন ফটোশুট আমরা আগেও করেছি। কিন্তু সেসব নিয়ে তখন এমন প্রতিক্রিয়া দেখা যায়নি।
৯ অক্টোবর প্রকাশিত সাময়িকীর নতুন সংস্করণ প্রকাশিত হয়। সেখানে সানা ম্যারিন তার সংগ্রামের কথা, পারিবারিক জীবনের সঙ্গে কাজের সমন্বয় নিয়ে কথা বলেছেন।
নারীদের লাইফস্টাইল সাময়িকীতে সানাকে নিয়ে আলোচনায় অনেকে হতাশ। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। এমন কাজ করে সানা সময়ের অপচয় করেছেন।
তবে অনেকে আবার সানার পাশে দাঁড়িয়েছেন। অনেক পুরুষ এবং নারী নিজের ছবি পোস্ট করে সানার প্রতি নিজেদের সমর্থনের কথা প্রকাশ করেছেন।
সূত্র: সিএনএন

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p2lt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন