English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

- Advertisements -

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘’মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’’ দিবসটি যথাযথভাবে উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার উদ্যোগ গ্রহন করেছে।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে আজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন উপস্থিত ছিলেন শিবগঞ্জ জাতীয় যুবসংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রী মহাবিদ্যালয় এর প্রভাষক জামিদুল ইসলাম, এ্যাডঃ রুহুল আমিন বাবু, নিসচা শিবগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, বাংলাদেশ কৃষকলীগ শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পারভেজ, নিসচা সদস্য সোহেল রানা প্রমূখ।
উল্লেখ্য গত ২৭ বছর আগে বান্দরবানে চিত্রনায়ক স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। রেখে যান অবুঝ দু’টি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন