English

42.2 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

জেনে নিন, হাত থেকে মেহেদি তোলার সহজ উপায়

- Advertisements -
Advertisements
Advertisements

হাতে মেহেদি পরতে সবাই পছন্দ করেন। বিশেষভাবে উৎসব-অনুষ্ঠানে নারীরা হাতে-পায়ে মেহেদি পরেন। মেহেদি পরার পর কিছুদিন দেখতে সুন্দর লাগে। তবে যখন রং হালকা হতে শুরু করে; তখন দেখতে খারাপ লাগে।
কখনো কখনো মেহেদির রং হাত থেকে উঠতে না উঠতেই আবার মেহেদি পরার সময় হয়ে যায়। তাই হাত-পা থেকে পুরোপুরি মেহেদি তোলার উপায় সম্পর্কে জানতে হবে-
লেবু: লেবুতে ব্লিচিং উপাদান রয়েছে, যা মেহেদির রং দ্রুত দূর তুলতে সাহায্য করে। তাই লেবু কেটে তা দিয়ে হাত-পায়ে কিছুক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন।
টুথপেস্ট: যেখানে মেহেদি লেগে আছে; সেখানে টুথপেস্ট দিয়ে ঘঁষতে থাকুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে হাত-পা মুছে নিন। দিনে দুইবার কাজটি করুন।

লেবু ও বেকিং সোডা: লেবু ও বেকিং সোডা সমপরিমাণ নিয়ে ভালোভাবে মেশান। ঘন পেস্ট তৈরি করুন। এটি পাঁচ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সাবান: জীবাণুনাশক সাবান দিয়ে বারবার হাত-পা ধুতে হবে। তাতে মেহেদির রং দ্রুত ম্লান হয়ে যায়।
কন্ডিশনার: চুল কোমল ও সিল্কি করার জন্য হেয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। তবে এর পাশাপাশি হাত-পা থেকে মেহেদি তুলতেও সাহায্য করে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন