মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।
তিনি জানান, কোভিড নিয়ে আরো সতর্কত থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।২/৩ দিনের মধ্যে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি জানান, ‘আমার বাড়ী, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাজেশন কার্যক্রম আরো এগিয়ে নিতে ‘ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
তিনি আরো জানান, তুরস্কে রপ্তানী বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল এসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন। ১০০ মিলিয়ন ডলার রপ্তানী কমেছে। এরজন্য চুক্তি। জাতীয় পারমানবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরী অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’ খসড়া অনুমোদন দেয়া হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vwgq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন