English

28 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

‘বক্তব্য প্রত্যাহার না করলে মামুনুলকে কখনোই চট্টগ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না’

- Advertisements -

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূণ্য বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু ছাত্র যুব পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ‘মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূণ্য বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার না করলে মুজিবাদর্শের সৈনিকরা তাকে বীর চট্টলায় কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূণ্য বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু ছাত্র যুব পরিষদের উদ্যোগে আজ শনিবার কাস্টম হাউস চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা এম এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, জহুর আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান শরফুদ্দিন চৌধুরী রাজু, সাবেক ছাত্রলীগ নেতা মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী প্রমূখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন