অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুমি রহমান। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২ ডিসেম্বর পর্যন্ত তাকে অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।
গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oirn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন