হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ২০ বার গ্র্যান্ড স্লাম জেতা সুইশ তারকা রজার ফেদেরার। তার পুরনো চোট ঠিক হয়নি এবং সেরে ওঠার প্রক্রিয়া এখনো চলছে। সোমবার আয়োজকদের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
৩৯ বছর বয়সী এই তারকা ফেব্রুয়ারিতে শেষবার টেনিস খেলতে নেমেছিলেন। কিছুদিন আগেই তিনি ফের অনুশীলন শুরু করেছিলেন এবং ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে তার নামা নিশ্চিত ছিল।
২০০০ সাল থেকে কখনো অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার নেই এমন হয়নি। মেলবোর্নের দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ফেদেরার।
আয়োজক কমিটির প্রধান বলেন, আরও একটু সময় পেলে ফেদেরার হয়তো খেলতে পারতেন।
ফেদেরার ঘনিষ্ঠ সূত্রের খবর যে তিনি নিজেও হতাশ এই টুর্নামেন্টের অংশ হতে না পেরে। অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fva
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন