English

28 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮কোটি ৯৩লাখ ৫৬হাজার ৭২৬জন

- Advertisements -

আজ শনিবার (৯ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৭২৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ লাখ ৫৬ হাজার ৭৮৮ জন। নতুন করে প্রাণ গেছে ১৫ হাজার ৪০৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৯ লাখ২২ হাজার ১০০ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৪০ লাখ ৯ হাজার ৫২২ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১৪৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৪৮৪ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৮ হাজার ৯০৪ জন বা ০.৫%

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৬৫৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৯৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৮২ জন। মৃত্যু হয়েছে, ২২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ হাজার ৯৩৫ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ১৫ হাজার ৯২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ২৪৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭১ লাখ ১৪ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৫৫ হাজার ৭৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৬৫২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬০ হাজার ৯১১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৩১ হাজার ১২৯ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন। মারা গেছেন ৭৯ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮ হাজার ৫৩ জন এবং মৃত্যু ১ হাজার ৩২৫ জনের।সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৪ হাজার ৮২১ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৪৭ হাজার ১৩৫ জন। মারা গেছেন ৬৭ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৮১৪ জন।মৃত্যু ৩৮১ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। মোট মৃত্যু ২২ হাজার ৪৫০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮২ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৪৭৯ জন এবং মৃত্যু ১৮৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩৭ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫৩৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬২০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৯ হাজার ৫৯০ জন।

স্পেনে আক্রান্ত ২০ লাখ ৫০ হাজার ৩৬০ জন।মোট মৃত্যু ৫১ হাজার ৮৭৪ জন, আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৪৫৬ জন এবং মৃত্যু ১৯৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ১৮ লাখ ৯৫ হাজার ১৩৯ জন। মোট মৃত্যু ৪০ হাজার ৪০১ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৮১১ জন,মৃত্যু ১ হাজার ১৪৩ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৭ লাখ ৫৫ হাজার ৫৬৮ জন। মারা গেছেন ৪৫ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৭ হাজার ১৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ২২১ জন। মৃত্যু ৩৬৪ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ৩ হাজার ৩৫২ জন। মারা গেছেন ৪৪ হাজার ২৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু ১৫১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৪ লাখ ৯৩ হাজার ৫৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৩৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজার ৩১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ২৭ হাজার ৪৭১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৭৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৪ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন এবং মৃত্যু ৩৩২ জনের।

Advertisements

ইরানে মোট আক্রান্ত ১২ লাখ ৭৪ হাজার ৫১৪ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ১৮ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৮ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৫১ জন এবং মৃত্যু ৮৫ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১১ লাখ ৯২ হাজার ৫৭০ জন।মোট মারা গেছেন ৩২ হাজার ৪২৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৯৮০ জন,মৃত্যু ৬১৬ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ৪৭ হাজার ৯১৯ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৫ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৭৬ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৫৮৮ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৩৪৫ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ২৯ হাজার ৪৭১ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ১৪৫ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৬ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৮১ জন। মৃত্যু ৯৬ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৫৮ হাজার ৯১৪ জন। মোট মৃত্যু ১২ হাজার ১৭১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১২৪ জন, মৃত্যু ৮৭ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ৯ হাজার ৬০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৭৮০ জন। মোট মৃত্যু ১২ হাজার ৮০০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৮১৪ জন।

এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৮৫ জন জন, মৃত্যু ১৬ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন