ব্রাহ্মণবাড়িয়ায় পথচারীকে অটোরিকশার ধাক্কা: এই নিয়ে তুলকালাম, পুলিশসহ ১৫জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পথচারীর গায়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটার পাশাপাশি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বড়তল্লা গ্রামের শেখ বাড়ির মিলন মিয়া অটোরিকশাটি একই গ্রামের আনসার আলীর বাড়ির কাউছার মিয়াকে ধাক্কা দেয়। এ ঘটনায় মিলন মিয়া মারধরের শিকার হন। পরে শেখ বাড়ি ও আনসার আলীর বাড়ির শত শত লোক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আশুগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো. মহিউদ্দিন আহত হন। এ ছাড়া উভয় পক্ষের আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষ থামাতে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়। এলাকার পরিস্থিতি শান্ত আছে। উভয়পক্ষের চারজনকে আটক করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এ ঘটনায় থানায় কেউ মামলা দেয়নি।