English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

যশোরের চৌগাছায় ‘কু-প্রস্তাবে’ রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কোপালেন ইউপি মেম্বার!

- Advertisements -

যশোরের চৌগাছায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মাকে (৩৪) দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলী আহমেদ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে।

এদিকে সোমবার রাত ৯টায় মারধরের পর গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। এরপর চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী।

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, আলী আহমেদ তার প্রতিবেশী। আনুমানিক ৩ বছর আগে তার স্বামী মালেশিয়া যায়। তারপর থেকে আলী আহমেদ বিভিন্নভাবে তাকে কু-প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় মেম্বার তার ওপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা স্থানীয়ভাবে মীমাংসা করে দেন। এরপরও আলী আহমেদ সংশোধন না হয়ে ওই নারীর সংসার ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগে ওই নারী আরও বলেন, ‘এর জের ধরে গতকাল সোমবার রাত ৯টার দিকে আলী আহমেদ ২-৩ জনসহ আমার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ধারালো দা দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে বাম চোয়ালে লেগে কেটে যায়। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকে।’

লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, এ সময় ঘরের শোকেচের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে মোবাইল ফোনে অভিযুক্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ইউপি মেম্বার আলী আহমেদ বলেন, ‘কেউ কি এমনি এমনি কাউকে মারে? ওই নারীর সাথে আমার প্রেমের সম্পর্ক। তার বাড়িতে গিয়ে তাকে একটি অনৈতিক কাজ করতে দেখতে পেয়ে আমি রেগে গিয়ে তাকে একটি ঘুষি মারি। এতে আমার হাতে থাকা আংটিতে তার মুখ লেগে কেটে যায়।’

আপনার বউ-বাচ্চা আছে তারপরও প্রেমের সম্পর্ক বলছেন এটি কী অন্যায় নয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বউ-বাচ্চা আছে, তারও স্বামী সন্তান আছে। অন্যায় হলেও যেটা সত্য আমি সেটাই বলছি।’

ভুক্তভোগী নারীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘আমার সাথে তার প্রেমের সম্পর্ক, আমি তো চুরি করতে যাইনি যে টাকা স্বর্ণালঙ্কার নেব।’

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব। তিনি বলেন, ‘তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন