
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর অভিনন্দন
বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৯) নামে তার চাচাতো দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ আলীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত রবিবার রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে তার চাচাতো দেবর জাহাঙ্গীর সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ি অন্যান্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আর নির্যাতনের শিকার নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।