স্বেচ্ছাসেবক লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল গোবিন্দগঞ্জ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল গোবিন্দগঞ্জ। ২০১৬ সালের নির্বাচন সংশ্লিষ্ট একটি মামলায় গতকাল রাতে গ্রেপ্তার করা হয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক তৌকির হাসান রচিকে।
গ্রেপ্তার হওয়ার পর নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আ’লীগের নেতা-কর্মীদের দাবী তৌকির হাসান রচিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ আ’লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা অবিলম্বে তৌকির হাসান রচির নিঃশর্ত মুক্তির দাবী জানান।