মহামারি করোনাভাইরাস এবার কেড়ে নিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনার জীবন। গত বছরের ডিসেম্বরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন তিনি। এরপর পোর্তো এলেগ্রির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পেরুর গণমাধ্যমটি বলছে, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোনা মিগুয়েলিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। খবর দ্য স্ট্যান্ডার্ড’র।
এর আগে মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে টুইটারে দোয়া চেয়েছিলেন রোনালদিনহো। এবার বিশ্বকাপজয়ী তারকাকে ছেড়েই চলে গেলেন তার মা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0mjd