English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

চট্টগ্রামে আবুধাবি থেকে আসা বিমানে ১০ কোটি টাকার সোনা

- Advertisements -

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট তল্লাশি করে ১৫০ পিস (১৭ কেজি ৪৯৬ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।

২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা, চট্টগ্রাম কাস্টমস হাউজ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নুর নাহার লিলি জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি তল্লাশিকালে ১৮ এফ সিট ও ২৬ এ সিটের কুশনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। তবে কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

সোনা জব্দের ঘটনায় কাস্টমস আইন ১৯৬৯ মোতাবেক বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নুর নাহার লিলি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন