English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তালেবান কমান্ডার নিহত

- Advertisements -

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন তালেবান কমান্ডার হাসান আলিয়াস সাজনা। গতকাল মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনওয়া অঞ্চলের মির আলী এলাকায় ওই তালেবান কমান্ডারের আস্তানায় অভিযান চালালে গোলাগুলিতে নিহত হন তিনি।

পাকিস্তান সেনাবাহিনী বলছে, ওই কমান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে চারজন নারী উন্নয়নকর্মী হত্যায় জড়িত ছিলেন।

সেনাবাহিনী জানায়, আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তান এলাকার মির আলী গ্রামে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। অভিযান চলাকালে গোলাগুলিতে ওই তালেবান কমান্ডার নিহত হন। এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, মির আলীতে চার নারী উন্নয়নকর্মী হত্যায় জড়িত ছিলেন হাসান আলিয়াস সাজনা।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণের ওপর হামলা চালাতেন তালেবান কমান্ডার হাসান আলিয়াস সাজনা। মুক্তিপণের জন্য অপহরণ, হত্যা, চাঁদাবাজিতে জড়িত ছিলেন তিনি। জঙ্গিদেরও নিয়োগ দিতেন।

সংবাদ সংস্থা এএফপি জানায়, গত সোমবার মির আলী গ্রামের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুজন বন্দুকধারী ওই চারজন নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা করেন।

স্থানীয় পুলিশ প্রধান শফিউল্লাহ গান্দাপুর বলেন, ওই উন্নয়নকর্মীরা স্থানীয় একটি সংস্থা পরিচালিত নারীদের কর্মদক্ষতা বাড়ানোবিষয়ক কর্মসূচিতে যুক্ত ছিলেন।

২০১৪ সালে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের ঘাঁটিতে সেনাবাহিনী অভিযান চালায়। জঙ্গিদলের উত্থানরোধে আফগান সীমান্তে সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন