English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় ২৪ঘণ্টায় আক্রান্ত ৩লাখ ১হাজার ৮৭১জন, সুস্থ হয়েছেন ৪লাখ ৬৩হাজার ৩৮১জন

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ১৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ১ হাজার ৮৭১ জন। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ৮৮৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৫ লাখ ৫০ হাজার ১৯৩ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭ লাখ ৭ হাজার ৫১৮ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৩৮১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ২৩৪ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ১৮৬ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ১৪৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ২৭ হাজার ২২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৯ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৫৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৬৩ জন। মৃত্যু হয়েছে, ৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ২৩ হাজার ৬১৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৫৫৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৩৪৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮১৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৪ লাখ ৫৭ হাজার ১০০ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৭ হাজার ৬৫০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৫৭১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৬ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ২৩ হাজার ৭৪ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮২ হাজার ৯ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৫৫ জন এবং মৃত্যু ১০৪ জনের।সুস্থ হয়েছেন ২৯ লাখ ৫৯ হাজার ৮৮৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৭ লাখ ৬০ হাজার ৬৭১ জন। মারা গেছেন ৮৬ হাজার ৮০৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭০৩ জন।মৃত্যু ৩৭৫ জনের।

স্পেনে আক্রান্ত ৩২ লাখ ৪ হাজার ৫৩১ জন।মোট মৃত্যু ৬৯ হাজার ৬০৯ জন আর সেরে উঠেছে ২৭ লাখ ২২ হাজার ৩০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩০৮ জন।মৃত্যু ১৫৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৮ হাজার ৩৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ১১৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৪ লাখ ১৬ হাজার ৯৩ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৭ লাখ ১১ হাজার ৪৭৯ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৬৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৮ হাজার ১৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৮৯১ জন এবং মৃত্যু ৬৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৪ লাখ ৫৫ হাজার ৫৬৯ জন। মোট মৃত্যু ৭০ হাজার ৯২৪ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৫৫ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২০৭ জন, মৃত্যু ২৩৭ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৫৫ হাজার ২৬০ জন। মারা গেছেন ৫৯ হাজার ৮৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৫১ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৭০ জন। মৃত্যু ১০০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ১২ হাজার ২৩ জন। মারা গেছেন ৫২ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৫৮ জন এবং মৃত্যু ১১২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২০ লাখ ৮৬ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮১০ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৫ হাজার ৭১৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৫৮ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৯০০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১১ হাজার ৭৭২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৭৯৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু ২৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৬ লাখ ৩৯ হাজার ৬৭৯ জন। মোট মৃত্যু ৬০ হাজার ১৮১ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৯ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু ১০৮ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ১৩ হাজার ৯৫৯ জন।মোট মারা গেছেন ৫০ হাজার ৭৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬৬ জন,মৃত্যু ৮৪ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৩৩৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ৫২ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২৮৫ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৫০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৭১ হাজার ৭২৪ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৪১ হাজার ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৮০ জন। মোট মৃত্যু ৩৬ হাজার ৩২৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৯১৫ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৩২ হাজার ৯৩৯ জন। মোট মৃত্যু ৪৬ হাজার ৬৮৫ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৬ হাজার ৬৬৮ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৩৪ জন,মৃত্যু ১৯১ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৪০ হাজার ৫১ জন। মোট মৃত্যু ২০ হাজার ৪৬৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫৫৭ জন, মৃত্যু ৭৩ জনের।সুস্থ হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ৬২২ জন।

এদিকে ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮৫ জন , মৃত্যু ৮ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন