English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বেঁচে গেলেন ৪০ যাত্রী

- Advertisements -

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

বুধবার (১০ মার্চ) সকালে পাগলা বাজারের ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পরিচয় পাওয়া আহতরা হলেন-বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জ থেকে ৪০ জন যাত্রী নিয়ে সিলেট যাচ্ছিল ওই বাসটি (সিলেট-জ-১১-০৩৯০)। বিরতিহীন ডাবর পয়েন্টে এলে সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাস দিতে গেলে বাসের চাকা রাস্তার নিচে পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বাসে থাকা মোস্তাক আহমেদ নামের এক যাত্রী বলেন, ‘ভেবেছিলাম বাস যেভাবে খাদে পড়েছে আর হয়তো বাঁচব না কিন্তু অবশেষে শুধু আমি না, বাসে থাকা ৪০ জন যাত্রী বেঁচে গেছি।’

তিনি আরও বলেন, আমরা ১৫ জনের মতো আহত হয়েছে। তবে কারো বেশি ক্ষতি হয়নি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন