English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ শুরু

- Advertisements -

করোনা সংক্রমণ আবার দ্রুত বাড়ছে জার্মানিতে। এক রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ মনে করেন, পুরোদমে শুরু হয়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ।

জেনেভায় জাতিসংঘের সাংবাদিক সংস্থাকে রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, ‘‘আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জার্মানিতে ইতিমধ্যে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।’’

রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক মনে করেন, জার্মানিতে এ সপ্তাহে একদিনে ২৪ হাজার ৩৫৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২,৪০০ বেড়ে গেল। সংক্রমণের হারও এক লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে এ সপ্তাহে ৬৯ দশমিক ১ হয়েছে।

ইউরোপের আরও কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে।

বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন।

ডেনমার্ক পড়েছে অন্য সংকটে। সে দেশে অ্যাস্ট্রোজেনেকা টিকা দেয়ার পর বেশ কয়েকজনের রক্ত জমাট বেঁধেছে। ফলে অ্যাস্ট্রোজেনেকা টিকা দেয়া বন্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন