English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

বাড়ছে হাসপাতালে রোগীর চাপ: বেড সংকট, এক বেডে দুজন করে করোনা রোগী!

- Advertisements -

করোনা (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। সংকট দেখা দিচ্ছে শয্যার। এমন পরিস্থিতিতে ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে একটি হাসপাতালে এক বেডে দুইজন করে রোগী রাখা হচ্ছে।

Advertisements

হাসপাতালের ভেতরের এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বেডেই কোনোরকমে গাদাগাদি অবস্থায় শুয়ে রয়েছেন দুই করোনা আক্রান্ত রোগী। এরপরই বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দৃশ্যটি নাগপুর সরকারি মেডিকেল কলেজের। সেখানে একাধিক বেডে দুজন করে করোনা রোগী আছেন।

সংশ্লিষ্ট হাসপাতালের সুপার অবিনাশ গাভান্দে বলেন, ‘যেসব করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়নো হচ্ছে।

Advertisements

তবে তিনি দাবি করেন, আপাতত একটি বেডে একজন করেই করোনা রোগী রয়েছেন।

ভারতে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্র। রাজ্যটির শহর নাগপুরে সোমবারও ৩ হাজার ১০০ জনের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৫৫ জন। ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলেছে নাগপুরে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন