English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

স্বদেশের ওপর নিষেধাজ্ঞা জারির আহবান মিয়ানমার রাষ্ট্রদূতের!

- Advertisements -

মিয়ানমারে জান্তা সরকারের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তান ‘নো ফ্লাই জোন’ চালু করে নিজ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করেছেন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মিয়ানমারে আরও ৬০ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ নিয়ে গেছে সেনা সদস্যরা। চলমান বিক্ষোভকারীদের ওপর এই নৃশংস নির্যাতন বন্ধ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি।

রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তান বলেছেন, ‘শিশুসহ শত শত মানুষ নিহত হওয়ার পরেও মিয়ানমারে সেনাবাহিনীর ব্যাপারে যথেষ্ট ও দৃঢ় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে আপনাদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারে এই নৃশংসতা চালিয়ে যেতে দেবে না।’

এদিকে, ৯ এপ্রিল জান্তাবিরোধী সরকারের রাতভর অভিযানে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এমনকি ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহতদের মরদেহ পায়নি। বেশিরভাগ মরদেহ সেনাবাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন