English

28 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

মিসরের দক্ষিণাঞ্চলীয় এক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

- Advertisements -

মিসরের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার দেশটির আসিউত শহরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

আসিউতের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে জানিয়েছেন, বাসটি কায়রো থেকে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপর হঠাৎ উল্টে যায় সেটি। এসময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস-ট্রাক দুটোতেই আগুন ধরে যায়।

গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুড়ে যাওয়া বাসের মধ্যে হতাহতদের খুঁজছেন উদ্ধারকারীরা।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ৩৬টি বাস অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisements

মিসরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যান। দেশটিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়া নিয়ে সমালোচনা হয় প্রচুর।

গত মার্চেই দেশটির গিজা এলাকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। ওই মাসেই তাহতা এলাকার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জন আহত হন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন