English

26.6 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

জয়পুরহাটের আক্কেলপুরে মাঠ থেকে ঘরে আসছে কৃষকের সোনালি স্বপ্ন

- Advertisements -

জয়পুরহাটের আক্কেলপুরে ইরি-বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঠ থেকে কৃষকের ঘরে আসছে সোনালী স্বপ্ন। এবার ধানের দাম বেশি আশা করছেন কৃষকরা। বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতি মণ ধান রকম ভেদে ৯০০ থেকে সাড়ে ৯০০ টাকায় কেনা-বেচা চলছে।

বুধবার সরজমিন আক্কেলপুর ‍উপজেলার কলেজ হাটের ধান বাজারে দেখা গেছে, ধানের আমদানি তুলনামূলকভাবে কম হলেও বিক্রি করতে আসা শান্তা গ্রামের ফরহাদ হোসেন সরদার, রোয়ার গ্রামের আশরাফ আলী, আউয়ালগাড়ি গ্রামে জয়নাল আবেদীন, শাহজালাল, দেলোয়ার হোসেন, ভিকনী গ্রামের আবু সাঈদ, হরিপুর গ্রামের আব্দুল মজিদ জানান, এ উপজেলায় পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হতে আরো ৪-৫ দিন সময় লাগবে। প্রতি মণ ধান রকম ভেদে ৯০০ থেকে সাড়ে ৯০০ টাকায় বিক্রি করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এ বছর আক্কেলপুর উপজেলায় প্রায় ১০ হাজার ৩০০ হেক্টর জমিতে ‍ইরি-বোরো ধান চাষ হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, চলতি ইরি-বোরো মৌসুমে অনাবৃষ্টির কারণে জিরাশাইল (এদেশে অননুমোদিতভাবে প্রবেশ ইন্ডিয়ান জাত) জাতের উৎপাদন ব্যাহত হয়েছে। জিরাশাইল জাতের ধানের উৎপাদনে ব্যাঘাত হলেও দেশীয় অন্যান্য জাতের ধানের উৎপাদন বেশির আশা করছেন তারা।

মৌসুমের শুরুতে ধানের দাম বেশি পাওয়ায় কৃষকরা খশি। কৃষকদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর যেভাবে ধানের বাজার নিয়ন্ত্রণ করেছেন, এবারো যেন সে পন্থা অবলম্বন করেন। কোনোভাবে যেন ধানের বাজারের নিয়ন্ত্রণ ফড়িয়া ও মজুদদারদের হাতে না যায়। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের নজরদারির ওপর গুরুত্বারোপ করেছেন কৃষকরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ikvj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন