English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

ভারতে ৪ শতাংশের নিচে নেমেছে করোনা সংক্রমণের হার

- Advertisements -

৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখেরও বেশি।

তবে গত ২৪ ঘণ্টায় দেশটির দৈনিক মৃত্যু কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এ নিয়ে সেখানে মোট প্রাণ হারাল ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জন।

দৈনিক সংক্রমণ একটু বাড়লেও দেশটিতে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত ৩ দিন ধরেই দেশের সংক্রমণের হার ৪ শতাংশের নিচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন।

বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরালা এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন