English

33 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে চট্টগ্রামবাসী

- Advertisements -

চট্টগ্রামের বুদ্ধিজীবী, চিকিৎসক,শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠকসহ সকল স্তরের মানুষ মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন- কখন নগরের ফুসফুস সিআরবিতে ৫০০ শয্যার নতুন হাসপাতাল ও ১০০ আসনের মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রকল্প বাতিল ঘোষণা করবেন। এ প্রকল্প বাতিল ঘোষণা না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ-চট্টগ্রাম।

Advertisements

১৭ জুলাই ২০২১ শনিবার বিকেলে সিআরবির সাত রাস্তার মোড়ে নাগরিক সমাজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, চট্টগ্রামের সিআরবি এলাকা ‘হেরিটেজ জোন’ হিসেবে বন্দরনগরীর মহাপরিকল্পনায় সংরক্ষিত এলাকা হওয়ায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেওয়া হবে না বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ঘোষণা দিয়েছে। সিডিএ মাস্টারপ্ল্যানে এটি হেরিটেজ জোন হিসেবে আছে। সংরক্ষিত এলাকা। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেব না। হেরিটেজ জোনে কর্মাশিয়াল কিছু করার সুযোগ নেই। এটা নগরীর একটা নান্দনিক স্থান, যেখানে সবাই যেতে পারে।

সিআরবি এলাকাকে প্রাকৃতিক সবুজ বলয় এবং সাংস্কতিক চর্চার কেন্দ্রভূমি হিসেবে বর্ণনা করে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Advertisements

সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পরিবেশ বিজ্ঞানী মুক্তিযোদ্ধা ডঃ মুহাম্মদ ইদ্রিস আলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, জাসদ চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উদীচী চট্টগ্রামের সংগঠক শিলা দাশগুপ্ত, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রমিক লীগ নেতা সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম কক্সি, বেসরকারি সংস্থা পার্কের নির্বাহী প্রধান নজরুল ইসলাম মান্না
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ঋত্বিক নয়ন ও নাগরিক সমাজ চট্টগ্রামকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোধন আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ও সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন।

প্রতিবাদ সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী সুজিত চক্রবর্তী, জাতীয় ক্রীড়াবিদ মনিরুল্লাহ কাদের, উদীচী চট্টগ্রাম, সিজামি সাংস্কৃতিক অঙ্গন, নৃত্য পরিবেশন করেন কালার একাডেমি, মুখা অভিনয় করেন ভিশন প্যান্টামাইম, কবিতা আবৃত্তি করেন দিলরুবা খানম, হিমানী মজুমদার, অরিত্র রোদ্দুর রোদ্দুর ধর, ছড়া পাঠ করেন উৎপল কান্তি বড়ুয়া, প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্মসাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, নগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, মহানগর কৃষকলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এস এম সিরাজ, সাবেক ছাত্রনেতা এম শাহাদাত নবী খোকা, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী নেত্রী শাহানারা বেগম, যন্ত্র সঙ্গীত শিল্পীর সভাপতি প্রবীর দত্ত সাজু, স্মাইল বাংলাদেশের সমন্বয়কারী নজরুল ইসলাম জয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন