English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

‘এত স্বপ্ন নিয়ে এলাম; লিওনেল মেসিকে হ্যালো বলার সুযোগই পেলাম না’!

- Advertisements -
Advertisements

ছোটবেলা থেকে লিওনেল মেসির খেলা দেখে বড় হয়েছেন তিনি। স্বপ্ন ছিল একদিন বার্সেলোনায় খেলবেন। সেই স্বপ্ন সত্যিও হয়েছে। তিনি এমন একটা সময় বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন, যখন লিওনেল মেসিও বার্সায় ছিলেন। এ তো সোনায় সোহাগা! মেসির সঙ্গে একই দলে খেলা মানে বিশাল ব্যাপার। কিন্তু ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছে। কারণ নাটকীয়ভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে গেছেন লিওনেল মেসি।

চলতি মৌসুমেই বার্সায় যোগ দেওয়া ডিপাই তার প্রিয় তারকা মেসিকে ‘হ্যালো’ বলার সুযোগটাও পাননি। কারণ কোপা আমেরিকা শেষ করে ন্যু ক্যাম্পে ফিরেই মেসিকে ক্লাব ছাড়তে হয়। এক সাক্ষাতকারে ডিপাই বলেছেন, ‘৪ বছর বয়স থেকেই নাকি দাদাকে বলতাম, “দেখো, আমি একদিন বার্সেলোনায় খেলব।” সেই স্বপ্ন সত্যিও হলো। কিন্তু আমি তো তাকে (মেসি) চেনার সুযোগই পেলাম না। কোপা আমেরিকা শেষে সে প্রাক্‌-মৌসুমে দেরি করে এসেছিল। আমি তাকে “হ্যালো” বলার সুযোগটাও পাইনি!’

Advertisements

মেসিকে না পেলেও বার্সায় ডাচ জাতীয় দলের সাবেক কোচ রোনাল্ড কোম্যানকে পেয়েছেন ডিপাই। তিনি বলেন, ‘আমি জানি তিনি আমার কাছে কী চান, আমাকে কী করতে হবে। আমাদের মধ্যে একটা রসায়ন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সতীর্থরা সবাই খুব ভালো, তারা আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছে। পিকে আমাকে অনেক সাহায্য করেছে। কারণ, সে খুব ভালো ইংরেজি পারে। আলবার সঙ্গেও অনেক মজা করেছি। আর ফ্রেঙ্কি ও দেস্তকে তো আমি আগে থেকেই চিনি। সব মিলিয়ে আমাদের ড্রেসিং রুম জমজমাট।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন