English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

জালে আটকা পরলো নাম না জানা ৪৬ কেজি ওজনের মাছ, পাখা দেখে নাম রাখা হলো ‘পাখি মাছ’

- Advertisements -

জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ পেয়েছে এক জেলে। তবে সামুদ্রিক এই মাছটিকে স্থানীয়রা কেউ চেনেন না। কেউ কেউ মাছটির নাম দিয়েছেন ‘পাখি মাছ’, অনেকে বলছেন গাং চ্যালা।

মূলত মাছের পিঠে বড় পাখা দেখে এমন নামকরণ করছে স্থানীয়রা। তবে, মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় ‘সেইল ফিশ’ বলছেন মৎস্য কর্মকর্তা।

শুক্রবার (২০ আগস্ট) সকালে সুরুজ হাওলাদার নামে এক ব্যক্তি মাছটি সিরাজগঞ্জ রোড এলাকা থেকে কিনে নিয়ে আসেন। পরে তিনি স্থানীয়ভাবে এলাকার লোকজনের কাছে ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী শাহীন বলেন, ‘এত বড় পাখনাওয়ালা মাছ আগে কখনো দেখিনি। এটি দেখতে পাখির মতো। তাই অনেকে বলছে এটি পাখি মাছ।’

সরিষাবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে ‘সেইল ফিস’ বলে ধারণা করছি। লোনা পানির মাছ স্রোতের কারণে সাধু পানিতে চলে আসে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন