English

23 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জে এক রাতে ১০ ঘর বিলীন

- Advertisements -

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মুল চর এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। পদ্মা নদীর তীব্র স্রোতে শুক্রবার রাতেই ভাঙ্গন দেখা দিলে ১০ টি ঘর বিলীন হয়ে যায়।

গত কয়েকদিন ধরেই পদ্মা নদীর তীব্র স্রোতে অল্প অল্প ভাঙ্গন দেখা দেয়। কিন্তু গত শুক্রবার রাতে আবার পুনরায় ভাঙ্গন দেখা দিলে কিছু করার আগেই দশটি ঘর নদীতে বিলীন হয়ে যায়।

নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পদ্মার ঘর হারা চন্দনা জানান, শুক্রবার কাউকে কিছু বলার আগেই আমার ঘর নদীতে চলে গেছে। কোন কিছুই সরাতে পারিনি।

দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই ভাঙ্গছে অল্প অল্প করে। কিন্তু শুক্রবার রাতে পুনরায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। পদ্মা নদীর স্রোত বেড়ে যাওয়ায় এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এক মাসের মধ্যে ৩০টিরও বেশি ঘর পদ্মানদীতে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন