English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

কাবুলে দুই দফা বিস্ফোরণের ঘটনার পর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ১৫ বাংলাদেশি

- Advertisements -

আফগানিস্তানের কাবুলে দুই দফা বিস্ফোরণের ঘটনার পর ১৫ বাংলাদেশির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আসার কথা ছিল।

কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের বাইরে ২০ ঘণ্টা ধরে অপেক্ষায় ছিলেন তারা।

দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ১৫ নাগরিকের একজন আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘গত মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরে যাই। পরে বিমানবন্দরে এসে জানতে পারি, আজ আমাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে।’

তারা বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন বলেন তিনি।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি দেশটির লোকজনও দেশ ছাড়ছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন