English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক কবির উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে নিসচা শাখার মানববন্ধন

- Advertisements -

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ সিএনজি চালিত অটোরিক্সার আঘাতে মৃত্যুবরণের প্রতিবাদে ও চালকদের প্রশিক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার আয়োজনে আহবায়ক সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম জসীম ও মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ আগস্ট জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় কবির উদ্দিন আহমদ সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

এখন পর্যন্ত দায়ী চালক আটক হয় নি। ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জুড়ী সদরের সিএনজি স্ট্যান্ডের জায়গা নির্ধারণ, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সিএনজি চালিত অটোরিকশার সামনে গ্রীল লাগানোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সার্ভেয়ার নুরুজ্জামান জামাল, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন চিকন, জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন বিশেষ প্রতিনিধি তানজির আহমদ রাসেল, জুড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, নিসচা যুগ্ম আহবায়ক ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিজন দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: চান্দ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ।

উপস্থিত ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ রুদ্র পাল, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মানিক মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, সাংবাদিক এম এম শামছুল ইসলাম, নিসচা কার্যকরী সদস্য প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, আবুল হাশেম, অমিত আল হাসান সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন