English

30 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী সু চি অসুস্থ

- Advertisements -

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চি (৭৬) অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে হাজির হতে পারেননি। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটাকি আমদানি ও ২০২০ সালে নির্বাচনী প্রচারণায় করোনা স্বাস্থ্যবিধি লঙ্গনসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সু চির আইনজীবী বলেছেন, সোমবার সকালে সু চি আইনজীবীদের সাথে কথা বলেন। তিনি গুরুতর অসুস্থ নন। সু চি বলেছেন, ‌‌‘বিশ্রামে থাকতে চান। তিনি ভালো বোধ করছেন না।’

গত ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে। আটক হন সু চি ও তার দলের নেতারা। নির্বাচনে কারচুপি করে সু চির দল নিরঙ্কুশ জয় পেয়েছে এমন অভিযোগে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ হলেও তারাই এখনো দেশ শাসন করছে। বর্তমানে সু চি গৃহবন্দী রয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন