English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

সিলেটের ওসমানীনগরের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

- Advertisements -

সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শুক্রবার (১৭) সেপ্টেম্বর বিকালে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া দিঘির পার এলাকায় অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে তিনি সন্তোষ প্রকাশ করে উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করায় আশ্রয়হীনরা আশ্রয়ের নিশ্চিয়তা পেয়েছেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। আশ্রয়ন প্রকল্পগুলোর বাসিন্দারা যেকোনো সমস্যায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের দ্বায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রাখবেন।

শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া দিঘির পার এলাকায় অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে তিনি সন্তোষ প্রকাশ করে উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করায় আশ্রয়হীনরা আশ্রয়ের নিশ্চিয়তা পেয়েছেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। আশ্রয়ন প্রকল্পগুলোর বাসিন্দারা যেকোনো সমস্যায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের দ্বায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রাখবেন।

এ সময় কাশিপাড়ায় ঘর পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্পে তেতুল, বড়ই, চালতাসহ চারটি গাছের চারাও রোপণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম এস এম হাসনাত হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলী আলমঙ্গীর হোসেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, সিলেট সদরের ইউএনও তাহমিনা আক্তার, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নীলিমা রায়হানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ, থানার ওসি শ্যামল বনিক, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন