English

39 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে আক্রান্ত ১ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ১৮৮ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ২০ হাজার ৫৭৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯২৭ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৬ হাজার ৪৪৩ জন।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৮৪ হাজার ৬৮ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ১৪৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৭ লাখ ২২ হাজার ৭৮২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৩২৯ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৬১১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৭৩ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৯৮ হাজার ১১৫ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৫৭৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ২৮ লাখ ৩০ হাজার ২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৩৩৩ জন, মৃত্যু ৩৮৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৭৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৪৫ হাজার ৮০১ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮৮৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৮৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২ লাখ ৮০ হাজার ২৯৪ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৯৬ হাজার ৫৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু ২০৩ জনের। সুস্থ হয়েছেন ৬০ লাখ ৪৩ হাজার ৫৫৭ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ১৩ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ১৭৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৮০৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৫ লাখ ২৬ হাজার ১১১ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৯ লাখ ৬৪ হাজার ৬৯৯ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ২৫১ জন এবং সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৬৭ হাজার ২৩১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৮৫১ জন এবং মৃত্যু ১৫৩ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৬৯ লাখ ৪ হাজার ২৮৫ জন। মোট মৃত্যু ৬২ হাজার ৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৮৮ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৩৩৮ জন এবং মৃত্যু ২৬০ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৪ লাখ ৫৯ হাজার ৭৯৬ জন। মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৯০৫ জনের এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১৯ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু ৩৭৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৪৩ হাজার ২৩১ জন। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৫৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ১ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু ৬১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৪৩ হাজার ৬২২ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৮৩ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৭৩ জন। মৃত্যু ৩৮ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন। মোট মৃত্যু ৮৫ হাজার ৯৮৩ জনের আর সেরে উঠেছে ৪৬ লাখ ৮৪ হাজার ৫৫২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৫০ জন, মৃত্যু ৮২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৪১ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৭৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১ হাজার ৯৫৬ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪১ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৬৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৮০৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ২ হাজার ৭০৬ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৬৪ হাজার ৩৯২ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ৭১৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৯ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ২৭৯ জন, মৃত্যু ৮৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৬৭ জন। মোট মৃত্যু ২ লাখ ৭১ হাজার ৭৬৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৬২ জনের। এবং সুস্থ হয়েছেন ২৯ লাখ ৩৪ হাজার ৬১০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৯৯ হাজার ৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫০৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৯ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭১১ জন এবং মৃত্যু ১৫ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৮ লাখ ৮৬ হাজার ৩৩১ জন। মোট মারা গেছেন ৮৬ হাজার ৩৭৬ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৩ হাজার ৮৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৯৭ জন, মৃত্যু ১৬০ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৪ লাখ ১ হাজার ৯১৬ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ৭৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩৬১ জন, মৃত্যু ১৪০ জনের।সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৩ হাজার ৭০০ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৩ লাখ ৫৫ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু ৫৫ হাজার ৫৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৬৮ হাজার ৪৩১ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৯ হাজার ৬০ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭৯ জন,মৃত্যু ২৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৬২ জন, মৃত্যু ২৬ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন