English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

- Advertisements -

নোয়াখালীর সদর উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার দুপুর দুইটার দিকে মান্নান নগর-আলেকজান্ডার সড়কের সমিতির মসজিদ নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম সুমি আক্তার (৩০)। সুমি উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

আহতরা হলেন-মো. রাব্বি (২১), প্রাপ্তি (৪), সামিয়া আক্তার (৪), মো. শাওন (২), মো. দুলাল (৫), আনোয়ারা (২), মো. কাউছার (৩), মো. বিজয় (১২), মো. সিফাত (৯), বৃষ্টি আক্তার (১২), শিহাব উদ্দিন (৩৮), মুন্নি আক্তার (৩০), পপি আক্তার (১৮), রোজিনা আক্তার (২০) ও আবদুর রহমান (২৫)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, সদর উপজেলার মান্নান নগর থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার আজাদনগরে কনের বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে সমিতি মসজিদ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে থাকা ১৬ জন আহত হন। আহতদের মধ্যে সুমি আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ছৈয়দ মহি উদ্দিন মো. আজিম জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন