রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল তৈরির কারখানা ছিল সেটি। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া জানা যায়নি নিহতদের পরিচয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত পাঁচজন শ্রমিক হবেন। শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে কেউ আহত হয়েছেন কি না সেই খবর পাওয়া যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ay1e
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন