স্বামী স্যাম বোম্বের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে।
এ প্রসঙ্গে মুম্বাই পুলিশ বার্তা সংস্থা এএনআই-কে বলেছে, ‘ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিনেত্রী পুনম তার মাথায়, চোখে ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন।’
এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে স্বামীর হাতে পুনমের মারধরের ঘটনা নতুন নয়। গত বছর বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় হানিমুনে গিয়ে এই অভিনেত্রীকে শারীরিক হেনস্তা করেন তার স্বামী।
বিয়ের পর স্বামীর সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়াতে ছুটি কাটাতে যান পুনম। ২২ সেপ্টেম্বর দক্ষিণ গোয়ার কানাকোনা থানায় স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। পুনমের অভিযোগ, ব্যক্তিগত একটি বিষয়ে ঝগড়া হলে স্যাম তাকে মারধর করেছেন, গালিগালাজ করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধি ৩২৩, ৫০৪, ৩৫৪ এবং ৫০৬ (২) ধারায় এফআইআর দায়ের হয়। এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে ছাড়া পান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। ‘নাশা’, ‘ট্রিপ টু ভানগড়’, ‘আ গায়া হিরো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lkw8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন