English

29 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বড়লেখায় নিসচা’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নিরাপদ স্মারকগ্রন্থ প্রদান

- Advertisements -

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের পাশে নিসচা শীর্ষক প্রকাশিত স্মারকগ্রন্থ নিরাপদ এর সৌজন্য কপি সম্প্রতি প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনের হাতে পৌছে দেওয়া হয়েছে। মহামারী করোনাকালীন সময়ে দেশে-বিদেশে নিসচা’র শাখা সংগঠনগুলোর বিশেষ অবদানের কিছু গুরুত্বপূর্ণ সচিত্র প্রতিবেদন নিরাপদ স্মারকগ্রন্থে প্রকাশিত হয়।
মৌলভীবাজারের বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার তত্বাবধানে নিরাপদ স্মারকগ্রন্থটি উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর মেয়র, মেডিকেল অফিসার, ওসি, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিশিষ্ট জনের হাতে স্মারকগ্রন্থটি প্রদান করা হয়।
বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, মেডিকেল অফিসার ডাঃ রত্নদীপ বিশ্বাস, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, জুডিশিয়াল মাজিস্ট্রেট আদলতের পি.পি এডভোকেট গোপাল চন্দ দত্ত, উপজেলা পুলিশিং সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সামছুল ইসলাম, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের প্রভাষক এম.এ হাসান, প্রভাষক বদরুল ইসলাম মনু, দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, শিক্ষক জাকির হোসেন, প্রভাষক তারেক আহমদ, পৌর কাউন্সিলর আবুল হাসিম স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সাংবাদিক মস্তুফা উদ্দিন, যুবলীগ উপজেলা সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, জাতীয় পার্টি উপজেলা সাধারণ সম্পাদক বাবলুর হোসেন রিয়াজ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি সাহাব উদ্দিন ও ক্রীড়া ধারাভাষ্যকার ফয়সল রানাসহ আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে নিরাপদ স্মারকগ্রন্থটি তুলে দেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান রুম্মান, হাফিজুর রহমান জিল্লুর ও এনাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, নিরাপদ স্মারকগ্রন্থ প্রদানকালে নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, সারাদেশে নিসচা যেভাবে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে সেভাবে প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনাকালীন সময়ে সারাদেশে নিসচার মানবিক কার্যক্রম প্রশংসার দাবী রাখে। বিশেষ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা জনসচেতনতামূলক কার্যক্রম, করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, স্বাস্থ্যসুরক্ষা বিতরণসহ প্রতিনিয়ত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও মানবিক-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি এসময় নিসচা বড়লেখা উপজেলা নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং নিসচা’র কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সব ধরণের সহযোগীতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন