গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩০ জন। তবে এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬২৬ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৯৮ জন ও বেসরকারি হাসপাতালে ১২৮ জন ভর্তি রয়েছেন।
২৪ ঘণ্টায় ভর্তি নতুন ১৪০ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হন ৫৪ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৩০ জন।
এ বছরের শুরু থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৭৪ জন। এসময়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫১ জন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ২৫ হাজার ৭৪৪ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ বাজার ৪৫৮ জন এবং ১৫ নভেম্বর পর্যন্ত ২ হাজার ১১৯ জন রোগী ভর্তি হন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hke6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন