English

29 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: ৯০ মিনিটে কেউ গোল দিতে না পারলেও ৪২ বার ফাউল করেছে দুদল

- Advertisements -

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ১৩তম রাউন্ডে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি গোলশূন্যাবস্থায় শেষ হয়। ৯০ মিনিটে কোনো দল গোল দিতে না পারলেও ম্যাচে ৪২ বার ফাউল করেছে দুদল।
আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। এতে কেউ লালকার্ড দেখেননি। তবে আর্জেন্টিনা ৪টি ও ব্রাজিল ৩টি হলুদ কার্ড পেয়েছে। ম্যাচে বল দখলে এগিয়ে থাকা আর্জেন্টিনা গোলপোস্টে ৪ বার শট নিয়েছে। অন্যদিকে, গোলপোস্টে দুইবার শট নিয়েছে ব্রাজিল।
সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে জিততে না পারলেও কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
তিনে থাকা থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে চিলি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন