English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টা, ইউপি সচিবের কারাদণ্ড

- Advertisements -

টাঙ্গাইলের সখীপুরে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মোশারফ হোসেনকে (৪৫) নামের এক ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisements

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এ রায় দেন।

আদালত সূত্র জানায়, বিকেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন এক নারী গ্রাম পুলিশকে পরিষদের দোতলার একটি কক্ষ পরিষ্কার করতে পাঠান।

Advertisements

পরে সচিব মোশারফ হোসেন সেখানে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই নারী দৌড়ে নিচে নেমে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সবাইকে জানান। পরে চেয়ারম্যান তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীকে অবহিত করেন। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন