নওগাঁর আত্রাইয় উপজেলার ছোট রসুলপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল যাত্রী গৃহবধূ রুপালী বেগম (৩৫) নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনা ঘটার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়।
নিহত রুপালী বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী।
জানা যায়, বুধবার দুপুরে রুপালি বেগম তার আত্মীয়র সাথে মটরসাইকেলযোগে বাড়ি থেকে ভবানীপুর বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়। রওনার এক পর্যায়ে উপজেলার ছোট রসুলপুর এলাকায় পৌচ্ছালে পেছন থেকে একটি ট্রাক্টর মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সাথে সাথে রুপালী বেগম ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oeb7
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন