মৌলভীবাজারের কুলাউড়ায় গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হাজী ছমরু মিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত দুইজন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামের ছমসু মেম্বারের। গাড়িতে বিদেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।