কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
ভেড়ামারা উপজেলার ১২ মাইল নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার রাশেদ (৩৮) ও হেলপার ইয়াছিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালক বলে জানা গেছে।
রাশেদ যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে এবং ইয়াছিন একই উপজেলার ছইর উদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, বুধবার ভোরে ১২ মাইল সাহারা ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ এবং যশোর-ট- ১১-৪৮৭৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ ট্রাকের ড্রাইভার রাশেদ ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা ভেঙে লাশ দুটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।