খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান লিটু ও ইনুস্ট্রুমেন্ট কেয়ার টেকার সাকিব হোসেন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান।
পাটকেলঘাটা থানার এসআই সুব্রত জানান, মির্জাপুর বাজারের কিছু সামনে শ্মশান ঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে এসে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন মাথায় আঘাত পেয়ে মারা যান। পরে পাটকেলঘাটা থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলের চালক ছিলেন সাকিব হোসেন। তার মাথায় মারাত্মক জখম হয়েছে। তাদের পকেট সার্চ করে কোনো ধরনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ypw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন